21 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » স্বপ্ন ও বাস্তবতা

স্বপ্ন ও বাস্তবতা


বিএনএ ডেস্ক :মানুষ কল্পনা বিলাসী। জীবন কে উপভোগ করতে চায় তার কল্পিত স্বপ্নের মতো করে ।তবে বাস্তবতার কঠোর এবং কঠিন কষাঘাতে সে কল্পনার জগৎ থেকে পতিত হয় বাস্তবতার বেড়াজালে। বাস্তবতা মানুষ কে কঠিন থেকে কঠিন তর শিক্ষা দেয় যা অনেক সময় কোন ব্যক্তির পক্ষে মেনে নিতে অনেক কষ্ট হয়। বাস্তবতাকে প্রথম থেকে বোঝার চেষ্টা করলে মানুষ প্রতিকূল পরিবেশে আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে অনায়াসে। তাই বাস্তবতা নিয়ে কিছু বাণী সংকলিত করেছি যা আপনাদের জীবন চলার পথকে সুগম করবে।
১। বাস্তবতা নিছক একটি মায়া, যদিও এটি খুব স্থায়ী ।
২। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।
৩। জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভবিক বলে মেনে নিতে হবে
৪। বেঁচে থাকি আশা করি কষ্ট পাই কাঁদি, লড়ি আর সবশেষে ভুলে যাওয়া.. যেন কোনদিন ছিলামই না
৫। বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের মধ্যে গড়ে ওঠা পয়েন্ট টু-পয়েন্ট ভালোবাসাও অসহায় হয়ে যায়।
৬। তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়।
৭। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।
৮। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়
৯। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের ওপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে।
১০। কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে, কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়; তারপরে এমন ব্যক্তিরা আছেন যাঁরা একটিকে অপরটিতে পরিণত করে।
১১। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাধে তাদের জীবনে কখনো সুখ হয় না, দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে।
১২।অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না।

বিএনএ/ রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ