25 C
আবহাওয়া
৭:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গান গাইতে গাইতে মৃত্যুর কোলে

গান গাইতে গাইতে মৃত্যুর কোলে


বিএনএ, ঢাকা: ১৯৯৫ সালের  ১৬ ডিসেম্বর শিল্পকলা একাডেমীর একটি গানের অনুষ্ঠানে ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটি গাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের বিখ্যাত পপ শিল্পী  ফিরোজ সাঁই।তেমনি  গান গাইতে গাইতে মঞ্চেই এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩০ বছর বয়সি গায়ক পেড্রো হেনরিক। ব্রাজিলিয়ান গসপেল গায়ক পেড্রো হেনরিক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে গান  করছিলেন।

আমেরিকার ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ বছর বয়সি এই গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফরম করছিলেন। যেখানে তাকে মঞ্চের একপ্রান্তে তার ‘ভাই সের তাও লিন্ডো’ নামের গানটি  গাইতে দেখা যায়।এক পর্যায়ে হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।  এ সময় তিনি পেছনে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রয়াত পেড্রো তার স্ত্রী সুইলান ব্যারেটো ও দুই মাস বয়সি কন্যা জোকে রেখে গেছেন। তার শেষকৃত্য হবে গায়কের জন্মস্থান পোর্তো সেগুরো শহরে।

এর আগে কলকাতার নজরুল মঞ্চে ২০২২ সালে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে  মৃত্যুর কোলে ঢলে পড়েন  গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ