বিএনএ, ঢাকা : স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া, দলীয় কোন্দল সৃষ্টিকারী শতাধিক নেতাকর্মীদের আবেদন গ্রহণ করে হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।’
বিএনএনিউজ/এইচ.এম।