বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত পরিচয় (২৫) নামের এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলের একটি ময়লার স্তূপ থেকে এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগে নারীকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। ওই নারীর শরীর পুড়ে বীভৎস হয়ে গেছে। মরদেহ ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরিষ্কার হয়ে যাবে এটি হত্যা কি না।
সুরতহাল প্রতিবেদন তৈরি করা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বলেন, আমরা গতকাল রাত ১২ টায় খবর পাই এক নারীর মরদেহ পড়ে আছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠানোর হয়েছে।
তিনি আরও জানান, ওই নারীর শরীরের ৭০ শতাংশ পোড়া রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই স্থানে নারীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে গুম করার উদ্দেশ্যে ফেলে গেছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
বিএনএনিউজ/এইচ.এম।