19 C
আবহাওয়া
১:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ইঞ্জিন বিকল, দেড় ঘন্টা পর ছেড়ে গেল ট্রেন

ইঞ্জিন বিকল, দেড় ঘন্টা পর ছেড়ে গেল ট্রেন


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে ইঞ্জিন বিকল হওয়ার দেড় ঘন্টা পর ছেড়ে গেছে ট্রেন।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন মশাখালী স্টেশনে বিকল হয়ে পড়ে। পরে পৌনে ১১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মশাখালী স্টেশন মাস্টার আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন মশাখালী স্টেশনে বিকল হয়ে পড়ে। পরে দেড় ঘন্টার চেষ্টার ইঞ্জিন ঠিক হলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে, এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ সচল ছিল বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান , ওজি

Loading


শিরোনাম বিএনএ