27 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনএ, চট্টগ্রাম : বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের একটি পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিক বৃহস্পতিবার(১৭ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করেছেন। নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক এবং নতুন চাক্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে সড়ক দুটির উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারীরা জানান, ‘দীপস অ্যাপারেলসের দুটি পোশাক কারখানা রয়েছে। গত পাঁচ মাস ধরে প্রতিষ্ঠান দুটির শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় এসে দেখতে পান কারখানা দুটি বন্ধ রয়েছে। কোনও ধরনের আগাম ঘোষণা এবং শ্রমিকদের বেতন না দিয়ে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়ায় আমরা প্রতিবাদে এ আন্দোলন করছি।’

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘কার্যাদেশ না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়। এ কারণে প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা আন্দোলনকারী শ্রমিক এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ