27 C
আবহাওয়া
৪:০৫ অপরাহ্ণ - আগস্ট ৫, ২০২৫
Bnanews24.com
Home » সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বসবে ঢাকায়

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বসবে ঢাকায়

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বসবে ঢাকায়

বিএনএ ক্রীড়া ডেস্ক: ঢাকায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। বুধবার (১৭ নভেম্বর) এ তথ্য জানান টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারপার্সন ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ।

অনূর্ধ্ব-১৯ নারীদের এই ফুটবল টুর্নামেন্টে যোগ দিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। এবারের আসরে অংশ নিচ্ছে না মালদ্বীপ। আর ফিফার বহিষ্কারের কারণে নেই পাকিস্তান।

রাউন্ড রবিন লিড পদ্ধতিতে পরস্পরের মুখোমুখি হবে পাঁচদল। পয়েন্ট টেবিলের সেরা দুইদল খেলবে ফাইনাল। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ১১ ডিসেম্বর শুরু হবে এবারের আসর। ২২ ডিসেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ।

আসরের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। একই দিন দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে মোকাবেলা করবে নেপাল। সেরা দুই দল ২২ ডিসেম্বরের ফাইনালে একে ওপরের মোকাবিলা করবে। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ