34 C
আবহাওয়া
১১:৫৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নিটার অচলাবস্থা অব্যাহত

নিটার অচলাবস্থা অব্যাহত

নিটার আ্যডভাইজারের পদত্যাগ

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ঢাবি অধিভুক্ত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে(নিটার) ছয় দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে সকালের দিকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সহকারী রেজিস্টার রুহুল আমিনসহ আ্যডমিনের কর্মকর্তা ও শিক্ষকদের একাংশ। এছাড়া রাতভর প্রশাসনিক ও আ্যকাডেমিক ভবন অবরুদ্ধ রাখার পর সকাল থেকে ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। বুধবার দুপুর দেড়টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত দাবি সংবলিত নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার(১৬নভেম্বর) সকাল ৯টা থেকে সাভারের আশুলিয়ায় নয়ারহাটের কহিনুর গেট এলাকায় নিটারে এ আন্দোলন শুরু হয়।

এদিকে সকালের দিকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার রুহুল আমিন, অ্যাডমিনের একাংশ, শিক্ষকদের একাংশ ও লেকচারাররা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। এর আগে গতকাল সকাল থেকে শুরু হওয়া আন্দোলনের দাবি মানতে শিক্ষার্থীদের কাছে বারবার সময় চেয়ে অবরোধ উঠিয়ে নিতে প্রশাসনিক অনুরোধ বাতিল করে দেয় শিক্ষার্থীরা। এসময় অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে অ্যাকাডেমিক ভবনের ভেতরে অধ্যক্ষ ড. মুত্তালিব, রেজিস্টার কাজী আন্দালিব আমিন, পরীক্ষা নিয়ন্ত্রক দেলোয়ার হোসেনসহ কয়েকজন শিক্ষক ও কর্মচারীকে অবরুদ্ধ করে রাখে। পরে আন্দোলনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা নিয়ন্ত্রক দেলোয়ার হোসেনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর দেড়টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে অধ্যক্ষ ড. মুত্তালিব কোন মন্তব্য করেননি। গতকাল রাতে তিনি বলেন, ‘আ্যডভাইজার ড. মিজানুর রহমান মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সকালে তিনি পদত্যাগ করবেন। তবে সেজন্য গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হতে হবে।’

সবশেষ খবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে বৈঠকে বসেছেন অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা। শিক্ষার্থীরা জানান, নিটার পরিচালিত হয় একজন প্রিন্সিপাল ও ১৬ সদস্যের গভর্নিং কাউন্সিলের মাধ্যমে। তবে সবচেয়ে বেশি ক্ষমতা থাকে প্রিন্সিপালেরই। গত বছর অক্টোবরে প্রিন্সিপাল ড. মিজানুর রহমান অবসরে যান। তবে এর আগেই তিনি নিজের ক্ষমতা কুক্ষিগত করতে আ্যডভাইজার (উপদেষ্টা) নামে একটি পদ সৃষ্টি করেন। সেই পদাধিকার বলে তিনি বিদায় নিলেও বিশ্ববিদ্যালয়ের মূল নিয়ন্ত্রণ করতেন। দায়িত্বে থাকাকালেই তার বিরুদ্ধে আর্থিক ও পদায়নে নানা অভিযোগ ওঠে। এছাড়া বিশ্ববিদ্যালয় উন্নয়নে কোনো কাজ না করারও অভিযোগ ওঠে। এসব অনিয়মের প্রতিবাদে সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

আন্দোলনে সংহতি জানানো শিক্ষক এস এম আশিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই সংকটগুলো মূলত কৃত্রিম।সাবেক প্রিন্সিপাল নিজের পদ আঁকড়ে ধরে থাকার কারণে উন্নয়ন ব্যহত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত কার্যক্রম ব্যহত হচ্ছে। নতুন প্রিন্সিপাল কিছু করে উঠতে পারছেন না। এসব কারণে শিক্ষার্থীরা আন্দোলন করছে।’

এসব দাবি দাওয়ার বিষয়ে জানতে চাইলে নিটারের সাবেক প্রিন্সিপাল ও বর্তমান আ্যডভাইজার ড. মিজানুর রহমান বলেন, ‘আমি ওখানে কোনো পদে নেই। নিটার নিয়ন্ত্রণ করে গভর্নিং বডি ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে। তাদের নিজস্ব পদ্ধতি আছে। এখানে আমার কোনো ভূমিকা নেই। শিক্ষার্থীরা কী বলছে জানি না। আমার এখানে কিছু করার নেই। যা সিদ্ধান্ত নেওয়ার বিশ্ববিদ্যালয় নেবে। তবে পদত্যাগ বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।’

ইমরান খান,

Loading


শিরোনাম বিএনএ