25 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডের ধর্ষক ইব্রাহিম গ্রেপ্তার

সীতাকুণ্ডের ধর্ষক ইব্রাহিম গ্রেপ্তার

ধর্ষক গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে মো. ইব্রাহীম (৪০) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলাবার ( ১৬ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন টেক বাজারপোল এলাকা  থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহীম সীতাকুণ্ড থানার মাহমুদাবাদ চৌধুরীপাড়া এলাকার মো. দেলোয়ারের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নূরুল আবছার জানান, চলতি বছরের গত ১৫ জুলাই মোছা. লায়লা বেগম (৪০) নামে নারীর মেয়েকে মো. খোকন (২৮), মো. ইব্রাহীম (৪০), মো. সাগর (২৩) এবং মো. মুন্না (২০) বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম এর মা বাদী হয়ে গত ৫ অক্টোবর চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে ধর্ষক ইব্রাহীমকে গ্রেফতার করা হয়। সে এবং তার অপর সহযোগীরা বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রেখে ভিকটিমকে ধর্ষণ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

গ্রেফতারকৃত আসামিকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ