15 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » হাইকোর্টের ১২ বিচারপতি বেঞ্চ পাবেন না

হাইকোর্টের ১২ বিচারপতি বেঞ্চ পাবেন না

হাইকোর্টের ১২ বিচারপতি বেঞ্চ পাবেন না

বিএনএ, ঢাকা:  হাইকোর্টের ১২ বিচারক বেঞ্চ পাচ্ছেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আগামী ২০ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনী মামলার রিভিউ (পুনর্বিবেচনার আবেদন) শুনানির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার(১৬ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচির সমাবেশে এই ঘোষণা ও প্রতিশ্রুতি দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তাঁর ঘোষণায় বলেন, ‘আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে আপনাদের যে দাবি, তা নিয়ে আপনাদের যে লিডার তাঁদের সাথে আমার চেম্বারে বসেছি। অনেক্ষণ আলোচনা করেছি। পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। সঙ্গে আমার দুজন সহকর্মীও ছিলেন। আপনারা জানেন, বিচারপতির (সুপ্রিম কোর্টের) পদত্যাগ বা অপসারণের একটা প্রক্রিয়া আছে। বর্তমানে দেশে এ সংক্রান্ত কোনো আইন বিদ্যমান নেই। বিগত সরকার সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণের উদ্যোগ নিয়েছিল। সুপ্রিম কোর্ট সেটি (সংবিধানের ষোড়শ সংশোধনীর মামলার মাধ্যমে) বাতিল করে দিয়েছিলেন। তার বিরুদ্ধে সরকার (বিগত আওয়ামী লীগ সরকার) আবার রিভিউ করেছে। আগামী রবিবার ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আপিল বিভাগে এই রিভিউ আবেদনের শুনানি হবে। ওই দিন এটিকে এক নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে।’

আজিজ আহমেদ ভূঞা আরো বলেন, ‘বিচারপতিদের নিয়োগকর্তা হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। পদত্যাগ বা অপসারণ সে উদ্যোগও মহামান্য রাষ্ট্রপতির দপ্তর থেকে হয়ে থাকে। এখানে মাননীয় প্রধান বিচারপতির যেটা করণীয় উনি সেটা করেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপাতত ১২ জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। বেঞ্চ না দেওয়ার অর্থই হলো আগামী ২০ অক্টোবর যে কোর্ট খুলবে (অবকাশ ছুটির পর) তখন তাঁরা (১২ জন বিচারক) আর বিচার কাজে অংশগ্রহণ করতে পারবেন না। আর ওই (ষোড়শ সংশোধনী মামলার রিভিউ) মামলার শুনানি আছে ২০ অক্টোবর। মাননীয় অ্যাটর্নি জেনারেল সেটি উপস্থাপন করবেন বলে আশা করছি। এর মাধ্যমে পরবর্তী প্রক্রিয়াগুলো শুরু হবে। আর বিচারপতি অপসারণের সঙ্গে এককভাবে সুপ্রিম কোর্ট জড়িত নন। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল ও আইন বিচার ও সংসদবিষয়ক মাননীয় উপদেষ্টাও জড়িত আছেন। আপাতত ১২ জন বিচারপতিকে বেঞ্চ দেওয়া হচ্ছে না। পর্যায়ক্রমে শুনানির মাধ্যমে বাকিগুলো আপনাদের সামনে আসবে।

রেজিস্ট্রার জেনারেলের ঘোষণার পর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিচারপতি অপসরাণের ষোড়শ সংশোধনী বাতিলের মামলাটি চলমান আছে। আগামী ২০ তারিখ ওই মামলায় যদি সমাধান চলে আসে, তাহলে বিচারপতি অপসারণের দায়িত্ব হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। তাহলে সেদিনই আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে জড়িত বিচারকদের পদত্যাগ করতে হবে। তাঁদের অপসারণ করা হবে। তারা (সুপ্রিম কোর্ট প্রশাসন) আমাদের কথা দিয়েছে। ফলে রবিবার বিকেল পর্যন্ত আমরা অপেক্ষা করব। তাঁদের অপসারণের কী রায় আসে, আমরা তা পর্যবেক্ষণ করব। তারপর আমাদের পরবর্তী পদক্ষেপ। রবিবার (২০ অক্টোবর) যদি প্রত্যাশিত সিদ্ধান্ত না আসে, তাহলে সোমবার থেকে পুরো বাংলাদেশ দেখবে। স্পষ্ট করে বলে দিতে চাই, যদি মেরুদণ্ডহীন বিচারকরা নিজে থেকে পদত্যাগ না করেন কিংবা সুপ্রিম কোর্টের মাধ্যমে বা হাইকোর্টের মাধ্যমে তাঁদের অপসারণ করা না হয়, তাহলে আমাদের রাষ্ট্রপতি পদে যিনি বসে আছেন, তিনি যেন ভুলে না যান কাদের অবদানে তিনি এখনো সেখানে বসে আছেন। খুনি হাসিনার দালাল বিচারপতিদের অপসারণ করতে হবে। যদি না করা হয় তখন কী অ্যাকশন নিতে হয় সেটি ছাত্রসমাজ জানে।’
‘আমাদের অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের যারা দোসর রয়েছে, আওয়ামী লীগকে যারা সুবিধা দিয়েছে, আওয়ামী লীগের সুবিধা যারা নিয়েছে, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তারা অপ্রাসঙ্গিক। তাদের কোনো ধরনের প্রাসঙ্গিকতা নেই। ছাত্র-জনতা যখনই কোনো সংকট দেখবে, দলমত নির্বিশেষে আমরা রাস্তায় নেমে আসব। পরে যত সংকট তৈরি হবে মজলুম পরিচয়ে আমাদের অবস্থান জারি থাকবে।’ হাসনাতের পর সমন্বয়ক আরিফ সোহেল বক্তব্য দেন। এরপর কর্মসূচি সমাপ্তি ঘোষণা করলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ছেড়ে যান আন্দোলনকারী।

সমন্বয়ক হাসনাত বলেন, ‘আমরা দেখেছি হাইকোর্ট, জজকোর্টসহ আমাদের যতগুলো বিচারালয় আছে, সেখানে দম্ভের সঙ্গে তাঁরা (আওয়ামীপন্থী আইনজীবীরা) শেখ হাসিনার পুনর্বাসনের জন্য মিছিল বের করেছেন। তাঁদের (আওয়ামীপন্থী আইনজীবীদের) অপসারণে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো এখতিয়ার নেই। আমরা ছাত্র-নাগরিকের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করবেন।’

১২ বিচারকক হলেন-

সুপ্রিম কোর্টের সূত্র থেকে জানা যায়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের যে ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা হলেন—বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ