36 C
আবহাওয়া
১:১৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের সন্তান পাণিনি চৌধুরী পেলেন AICP’র সদস্যপদ

চট্টগ্রামের সন্তান পাণিনি চৌধুরী পেলেন AICP’র সদস্যপদ

পাণিনি আমিন চৌধুরী

মরণোত্তর একুশে পদক প্রাপ্ত চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ৪র্থ পুত্র ঘাসফুল চেয়ারম্যান, চবি সিনেট সদস্য, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরী ও প্রয়াত শিক্ষিকা রোকেয়া বেগম’র পুত্র পাণিনি আমিন চৌধুরী যুক্তরাষ্ট্র তথা বিশ্বের প্ল্যানিং জগতের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান আমেরিকান ইন্সটিটিউট অফ সার্টিফাইড প্ল্যানার্স(AICP) এর সদস্যপদ লাভ করেছেন।

অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত পাণিনি সেন্ট মেরীস স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও সরকারী সিটি কলেজ থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি. ও এইচ. এস.সি. পাশ করে চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে ২০১৫ সালে প্রথম স্থান অধিকার করে বি.ইউ.আর.পি ডিগ্রী লাভের পর স্বল্প সময় উক্ত বিভাগে খন্ডকালীন শিক্ষক ছিলেন। চুয়েটে ছাত্রাবস্থায় স্থাপত্য ও পরিকল্পনা অনুষদে একমাত্র ছাত্র পাণিনি, যিনি লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যন্ত ভিসি’স স্কলারশীপ, ডীনস স্কলারশীপ, চুয়েট এ্যালামনাই এসোসিয়েশন ‘মেরিট এওয়ার্ড-২০১৩’এবং বেস্ট থিসিস প্রেজেন্টেশন এন্ড প্রেজেন্টার-২০১৫ হিসেবে বিভাগীয় প্রধানের এওয়ার্ড লাভ করেন।

পাণিনি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও’র ইউনিভার্সিটি অফ টলেডো থেকে জিওগ্রাফী এন্ড প্ল্যানিং বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০১৬ সালে ইউনিভার্সিটি অফ টলেডোর ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডার এওয়ার্ড’ পান। সেপ্টেম্বর ২০১৮ – জুলাই ২০২০ ব্রæক হ্যানকক জেফারসন মেট্রোপলিটন প্ল্যানিং কমিশনে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে আমেরিকায় পেশাগত জীবনের সূচনা করেন। বর্তমানে পেনসেলভেনিয়ার সিটি অফ পিটস বার্গ’র প্রিন্সিপ্যাল ট্রান্সপোর্টেশন প্ল্যানার হিসেবে কর্মরত আছেন।

সম্প্রতি প্ল্যানিং জগতের অতি মর্যাদাবান প্রতিষ্ঠান আমেরিকান ইন্সটিটিউট অফ সার্টিফাইড প্ল্যানার্স AICP’র সদস্য পদ লাভের মাধ্যমে পাণিনি প্ল্যানার্স হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃত হল। উপরন্তু সে একজন সার্টিফাইড রোড সেইফটি অডিটর। তাঁর গবেষণার বিষয় ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং। Ò Impact of Built Environment on the accident intensity and spatial analysis of the Road accidents – A case study of Dhaka, Bangladesh” সহ ইতোমধ্যে তাঁর ১৫ (পনের)টি গবেষণা প্রবন্ধ যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পেশাগত জার্নালে প্রকাশিত হয়েছে।

চুয়েটের ছাত্রাবস্থায় চন্দনপুরা নাচঘর ( বর্তমানে ফায়ার সার্ভিস ষ্টেশন) নিয়ে তাঁর লেখা গবেষণা প্রবন্ধ বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানার্স’র জার্নালে প্রকাশিত হয়েছে। চুয়েট ডিবেটিং সোসাইটির প্রাক্তন ডিবেট সেক্রেটারি গত দশকের আন্ত:বিশ্ববিদ্যালয় বির্তক অঙ্গনের দাপুটে বিতার্কিক পাণিনি আমিন চৌধুরীর বিতার্কিক হিসেবে ও অর্জনের তালিকা বেশ দীর্ঘ। জীবনে সফলতা অর্জনে পাণিনি আমিন চৌধুরী সকলের দোয়া কামনা করেছেন।

bnanews24,SGN

Loading


শিরোনাম বিএনএ