16 C
আবহাওয়া
৯:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে গুচ্ছপদ্ধতিতে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

কুবিতে গুচ্ছপদ্ধতিতে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

কুবিতে গুচ্ছপদ্ধতিতে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

বিএনএ, কুমিল্লা : অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও (কুবিতে) গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের (২০২০-২০২১) সেশনের অনার্স প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ অক্টোবর (রবিবার) বেলা ১২টা থেকে দুপুর ১টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনগুলোতে পরীক্ষা চলবে।

জানা যায়, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩২,৪৫৯ জন। যার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ গ্রহণ করবে ৭০২৬ জন শিক্ষার্থী। ‘ক’ ইউনিটে পরিক্ষায় চূড়ান্ত আবেদন কারীর সংখ্যা ১৩১, ৯০৫ জন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরিক্ষায় অংশগ্রহন করবে ২৫০৫ জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩টি ইউনিটে মোট অংশগ্রহণ করবে ৭ হাজার ২৬ জন পরীক্ষার্থী।
কুবিতে গুচ্ছপদ্ধতি

আসন্ন ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘ভর্তি পরীক্ষা নিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত৷ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হবে। প্রথম দফায় ‘ক’ ইউনিটের পরীক্ষা শুর হবে। পর্যায়ক্রমে বাকি ইউনিট গুলোর পরীক্ষা নেওয়া হবে। তাছাড়া পরীক্ষার্থী এবং অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে আইন শৃঙখলা বাহিনী মোতায়েন থাকবে।’

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যাবস্থা থাকবে। আশা করি সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হবে।’

উল্লেখ্য, এছাড়াও ২৪ অক্টোবর ও ১ নভেম্বরে যথাক্রমে ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।

বিএনএ/ হাবিবুর রহমান হাবিব/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ