16 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানী থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানী থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীতে রিকশার গ্যারেজ বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

বিএনএ ঢাকা: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি বাসা থেকে জয়দেব চন্দ্র দাস নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ করে জানান, নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাটের কক্ষ থেকে দুর্গন্ধ আসছিল। পরে অনুসন্ধানে ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে খাট থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, নিহত চিকিৎসক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ থেকে পাস করেছেন। মরদেহটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন বলে জানান ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ