17 C
আবহাওয়া
৮:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রতিরক্ষামন্ত্রীকে বাদ দিয়ে কাকে নিতে চান নেতানিয়াহু?

প্রতিরক্ষামন্ত্রীকে বাদ দিয়ে কাকে নিতে চান নেতানিয়াহু?

ইসরায়েলি প্রধানমন্ত্রী ৭১ বছর বয়সি বেনিয়ামিন নেতানিয়াহু

বিশ্ব ডেস্ক: ইসরায়েলের কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা কিংবা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখা  এবং ক্ষমতায় টিকে থাকার কৌশল বলে দীর্ঘদিন থেকে অভিযোগ করছিলেন দেশটির রাজনীতিকরা।

বিভিন্ন সময় তার পদত্যাগের দাবীতে মিছিল ও বিক্ষোভ হয়েছে। তবুও দমে যাননি নেতানিয়াহু। নতুন নতুন রাজনৈতিক বা সামরিক পদক্ষেপ নিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চেষ্ঠা করেন।

গাজায় আটক শতাধিক জিন্মিদের মুক্তি ও জীবন্ত দেশে ফিরিয়ে আনার দাবীতে যখন সমগ্র ইসরায়েল উত্তপ্ত তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিক্ষোভ দমনে ব্যর্থতার কথা তুলে বাদ দিতে চান  প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে।

টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট আগের প্রতিবেদনে জানিয়েছিল, বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দীর্ঘদিনের।

ইয়োভ গ্যালান্ট চান আলাপ আলোচনার মাধ্যমে গাজা ও হিজবুল্লাহর সাথে সমস্যা সমাধানে। কিন্ত বেঞ্জামিন নেতানিয়াহু সামরিক অভিযান চালিয়ে তা সমাধান করতে আগ্রহী।

এ বিরোধের মাঝে পড়ে গত সপ্তাহে দেশটির সেনা প্রধান পদত্যাগ করেছেন।

এদিকে দু একদিনের মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন কয়েকজন মন্ত্রী নিতে চান। তাদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রীর পদও রয়েছে। এতে বিরোধী মতাদর্শের ইয়োভ গ্যালান্ট যেমন বাদ পড়বেন তেমনি তার দল পাবে নতুন দলের সমর্থন।

নতুন হোপ পার্টিকে জোটে আনার একটি উদ্ভূত চুক্তির আওতায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্ভবত পার্টির চেয়ারম্যান গাইডিয়ন সারকে বিতর্কিত বিচারিক সংস্কারের সাথে সম্পর্কিত পদক্ষেপগুলোতে ভেটো দেওয়ার ক্ষমতা দেবেন, জানিয়েছে ওয়ালা নিউজ সাইট।

অসমর্থিত এই রিপোর্টে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি এবং নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার প্রস্তুতির খবর ও সারকে তার জায়গায় নিয়োগ দেওয়ার পরিকল্পনার মধ্যে এই খবর এসেছে।

সাবেক বিচারমন্ত্রী সার বিচারিক সংস্কারের বড় অংশের বিরোধিতা করেছেন, যা সমালোচকদের মতে, ইসরায়েলের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। এই সংস্কার ব্যাপক প্রতিবাদ এবং যুদ্ধের অবনতির মধ্যে বড় অংশে স্থগিত করা হয়।

যদি প্রতিরক্ষা মন্ত্রীর পদ নিশ্চিত না হয়, তাহলে গাইডিয়ন সারকে পররাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হতে পারে, এবং ইসরায়েল ক্যাটজ গ্যালান্টের স্থলাভিষিক্ত হতে পারেন, জানিয়েছে চ্যানেল ১২। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, নতুন হোপের এমকে জেভ এলকিন ও শারেন হাস্কেলকে মন্ত্রিপদ দেওয়ার প্রস্তাবও করা হতে পারে।

প্রধানমন্ত্রীর দফতর সার সাথে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে, এবং সার-এর একজন মুখপাত্র বলেছেন যে এ ব্যাপারে “নতুন কিছু নেই।” সূত্র; টাইমস অব ইসরায়েল।

বিএনএ, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ