22 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত


বিএনএ ডেস্ক : গাজাজুড়ে গত ২৪ ঘণ্টায়  ইসরাইলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজাজুড়ে হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ১১ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৪১৩ ফিলিস্তিনি। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মিশরে তিন দিনের সফরে ‘গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা’ করবেন বলে জানা গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ