20 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিএনএ, ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গায় চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ও ১৬ লাখ টাকা অর্থদণ্ডের মামলায় সৈয়দ ইকবাল (৫২) নামে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইকবালকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইকবাল আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের বাসিন্দা।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইকবাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার একটি মামলায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর ৩১ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এবং ১৬ লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি।

তাকে রোববার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা/হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ