14 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » চন্দনাইশে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চন্দনাইশে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম:চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বজ্রপাতে মো. মারুফ (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান,, বিকেল সাড়ে ৫টার দিকে বাবার জন্য খাবার দিয়ে আসার সময় বজ্রপাতে আহত হয়। এ অবস্থায় উদ্ধার করে দোহাজারীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারুফ একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে জামিজুরী রজবীয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ