28 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্র আন্দোলনে আহত আরও একজনের মৃত্যু

ছাত্র আন্দোলনে আহত আরও একজনের মৃত্যু


বিএনএ, ডেস্ক : কোটা সংস্কারে ছাত্র আন্দোলনে জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত মোহাম্মদ রিয়াজ (২৩) নামে এক শিক্ষার্থী হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। নিহতের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। বর্তমানে হাজারীবাগ সেকশনে খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন এবং বরিশাল মুলাদি সরকারি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। রাজধানীর নিউমার্কেট এলাকায় তৈরি পোশাকের দোকানে চাকরি করতো রিয়াজ।

নিহতের বড় ভাই রেজাউল করিম জানান, আমার ভাই গ্রামের কলেজে ডিগ্রি পড়াশুনা করতেন।শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসতেন। হাজারীবাগ সেকশনের খালার বাসায় থাকতো।গত তিন চার বছর ধরে খালার দোকানে চাকরি করতো। গত ৪ আগস্ট দুপুরে জিগাতলা এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় রিয়াজ গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই শিক্ষার্থীর মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ