16 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো

গাজায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো

গাজা

বিশ্ব ডেস্ক:  গাজায় ১০ মাসের ধারাবাহিক ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। ভূমধ্যসাগরের তীরবর্তী ২৭ লক্ষ ফিলিস্তিনির আবাসভূমির প্রায় ১.৭ শতাংশ বাসিন্দা মৃত্যুবরণ করেছেন ইসরায়েল-হামাস যুদ্ধে।

শুক্রবার(১৭ আগস্ট) রাতে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট উদ্ধৃত করে  কাতারের সংবাদমাধ্যম আল জাজ়িরা এ তথ্য প্রকাশ করেছে। তবে কয়েকটি  আন্তর্জাতিক সংগঠনের মতে, গাজায় মৃত্যুর আসল সংখ্যা আরও বেশি। ধ্বংসস্তূপের তলায় এখনও কয়েক হাজার দেহ চাপা পড়ে রয়েছে বলে তাদের আশঙ্কা।

গত বছরের ৭ অক্টোবর স্বাধীনতাপন্থী গাজার রাজনৈতিক দল হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিতে হামলা চালিয়েছিল। হামাসের হামলায় সেদিন নিহত প্রায় ১১৪০জন । তা ছাড়া প্রায় তিনশো ইসরায়েলি নাগরিককে পণবন্দি করে নিয়ে গিয়েছিল হামাস। তারপরেই এই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে নিশ্চিহ্ন করার শপথ করেছেন তিনি। গত অক্টোবরের তৃতীয় সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে প্রস্তাব পাশ হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত না করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

হামাসের পাশাপাশি পশ্চিম এশিয়ায় এখন ইসরায়েল ফৌজকে লড়তে হচ্ছে আরও কয়েকটি শক্তির বিরুদ্ধে। লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসকে সহায়তা করছে। স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনিদের পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও। সিরিয়া, ইরানও যুদ্ধে হামাসের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশসমূহ ইসরায়েলকে বিপুল অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে চলেছে। সে অনুপাতে গাজাকে কেউ সহায়তা দেয় নি।

এই পরিস্থিতিতে যত দিন যাচ্ছে, জটিল হয়ে উঠছে পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতি। ফিলিস্তিন- ইসরায়েল সংকট আরও ঘণীভূত হচ্ছে।

বিএনএ, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ