16 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ঝিনাইদহে কোন সংখ্যালঘুর ওপর হামলা হয়নি

ঝিনাইদহে কোন সংখ্যালঘুর ওপর হামলা হয়নি

ঝিনাইদহে কোন সংখ্যালঘুর ওপর হামলা হয়নি

বিএনএ, ঝিনাইদহ: ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে সম্প্রীতি পদযাত্রা করেছে সনাতনী সম্প্রদায়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে শনিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের পায়রা চত্ত্বর থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা প্রহল্লাদ সরকার, দিপংকর ঘোষ ও প্রদীপ রায় বক্তব্য রাখেন।

সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, ঝিনাইদহে কোন সংখ্যালঘুর ওপর হামলা বা বাড়িঘর ভাংচুর হয়নি। যা প্রচার হচ্ছে সবই মিথ্যা। তারা বলেন বিএনপি ও ইসলামী দলগুলো রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। এটা সম্প্রীতির মেলবন্ধন।

বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। সনাতনী সম্প্রদায়ের মানুষের কেউ কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন এম এ মজিদ। তিনি স্মরণ করিয়ে দেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এই দেশে কোন সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী।

বিএনএনিউজ/ আতিক/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ