25 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চুয়েট উপাচার্যের সাথে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

চুয়েট উপাচার্যের সাথে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

চুয়েট উপাচার্যের সাথে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

বিএনএ, চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাংবাদিক সংগঠন চুয়েট সাংবাদিক সমিতি সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (১৭ আগস্ট) দুপুর ১ টায় উপাচার্যের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির প্রতিনিধিদের নেতৃত্ব দেয় সমিতির সভাপতি জিওন আহমেদ।

গত ৮ই আগষ্ট চুয়েট সাংবাদিক সমিতির ২০২২-২৩ মেয়াদের কার্যকর কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব নেওয়ার পর এটাই উপাচার্যের সাথে নতুন কমিটির প্রথম সাক্ষাৎ।

উক্ত সাক্ষাতে সভাপতি জিওন আহমেদের নেতৃত্বে সমিতির সদস্যরা উপাচার্যের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) চুয়েট প্রতিনিধি মো. গোলাম রব্বানী, অফিস সম্পাদক নাজমুল হাসান ফাহাদ, আইসিটি সম্পাদক মুহাম্মদ ফাহিম উদ্দিন, সহকারি অফিস সম্পাদক জেরিন সুলতানা শাওন এবং সহকারি অর্থ সম্পাদক তানভির আহম্মেদ চৌধুরী।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েট সাংবাদিক সমিতিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চুয়েটের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। পাশাপাশি বিগত সময়ে সাংবাদিক সমিতির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বিভিন্ন সময়ে চুয়েটের নানা অর্জন সাংবাদিক সমিতির মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে। আমি আশাকরি চুয়েট সাংবাদিক সমিতি এ ধারা অব্যাহত রাখাবে।

উল্লেখ্য ২০০৬ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্ব প্রথম চুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়। বছরের পর বছর এ সমিতির সদস্যরা ১ম সারির বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সাফল্যর সাথে কাজ করে আসছে।

বিএনএ/রব্বানী, এমএফ

Loading


শিরোনাম বিএনএ