বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩ দশমিক ১৮ শতাংশ।
বুধবার (১৭ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে চট্টগ্রামের ২২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৭ জনই শহরের।
জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৮৮ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯৩ হাজার ৮০৪ ও শহরের বাহিরে ৩৪ হাজার ৮৮৪ জন।
বিএনএনিউজ/এইচ.এম।