26 C
আবহাওয়া
৬:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চন্দনাইশে সমাজসেবা দপ্তরের ৭ কমিটির সভা অনুষ্ঠিত

চন্দনাইশে সমাজসেবা দপ্তরের ৭ কমিটির সভা অনুষ্ঠিত


বিএনএ, চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার সমাজসেবা দপ্তরের ৭টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজলো নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এনজিও সমন্বয় কমিটি, শিশুকল্যাণ বোর্ড, এপিএ সংক্রান্ত কমিটি, সমন্বিত সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কমিটি, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কমিটি, এসডিজি বাস্তবায়ন বিষয়ক কমিটি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নেয়া হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ