19 C
আবহাওয়া
৪:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হচ্ছে

শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হচ্ছে

শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হচ্ছে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে  এ বিমানবন্দরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার বিষয়ে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, ফ্লাই দুবাই বিভিন্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে দুবাই, মাস্কাট, কলকাতা ও চেন্নাইসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট চালু ছিল এ বিমানবন্দরে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা এসেছে। যাত্রী পেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলো  আন্তর্জাতিক গন্তব্যগুলোতে ফ্লাইট চালু করবে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ