30 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের বাঁধা

রাঙামাটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের বাঁধা


বিএনএ, রাঙামাটি : সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ৬ জন ছাত্র নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে রাঙামাটির সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকালে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় এ বিক্ষোভ বের করেন তারা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের বাঁধা দিয়ে মিছিল পণ্ড করে দেয়।

রাঙামাটি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্র বলেন, আমরা কোটা সংস্কার চাই। এটি আমাদের যৌক্তিক দাবি। কিন্তু আমরা দেখছি আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। গতকাল আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। তাই আমরা আন্দোলন করতে বের হয়েছি।

আরেক ছাত্রী বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের নেতারা এসে আমাদের বাঁধা দেয়।

এ বিষয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন বলেন, ছাত্রদল ও শিবিরের কিছু কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করতে বের হতে চাইলে আমরা তাদের প্রতিহত করি। রাঙামাটি সম্প্রীতির শহর, আমরা কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটা চাই না।

তিনি আরও বলেন, রাঙামাটির প্রতিটি ওয়ার্ডে, অলিগলিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধ।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ