বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে মো.মানিক (৪৫) ও বুলু বড়ুয়া (৫০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ট্রাক ড্রাইভার এবং অপরজন দ্রুত যান বাস সার্ভিসের হেলপার বলে নিশ্চিত করেছে স্থানীয় শ্রমিক নেতারা।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার সময় হাটহাজারীর অক্সিজেন-নাজিরহাট মহাসড়কের আমান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মো.মানিক হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মোজাফফরপুর গ্রামের ওয়াহিদ ফকিরের বাড়ীর মৃত শাহ আলমের পুত্র। এছাড়াও অপর ব্যক্তি নিহত ট্রাক চালক ভুলু বড়ুয়া ফটিকছড়ি উপজেলার পাইন্দং হাচ্ছিকিয়ার হিমাংশু বড়ুয়া পুত্র।
দ্রুত যান বাস সার্ভিসের লাইন কন্ট্রোলার মুন্না জানান, গতকাল রাতে আমানবাজার এলাকায় ট্রাক ড্রাইভার বুলুর সাথে তর্কে জড়ান সিএনজি চালক মো.আরিফ। এর মধ্যে হঠাৎ ট্রাকের দরজা খোলে চালকের আসনে বসে থাকা ড্রাইভার বুলু বড়ুয়াকে ছুরিকাঘাত করে। পরে ট্রাকের পেছনে থাকা দ্রুত যান সার্ভিসের বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার মানিককেও ছুরিকাঘাত করে ওই ঘাতক। পরে গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
পরে এ ঘটনায় সিএনজিচালক চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার মো. কামালের ছেলে মো. আরিফকে আটক করে পুলিশ।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক সিএনজি চালিত অটোরিকশা চালক আরিফকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/ হাসনা