16 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছাগলনাইয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক চাপায় মো: আরিফুল ইসলাম (৩৫) নামের ফ্রিজের টেকনিশিয়ান এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের কন্ট্রাক্টর মসজিদ বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও সহযোগী।

নিহত আরিফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় গ্রামের মৃত সুলতান আহাম্মদের পুত্র।

নিহত আরিফের চাচা নুর ইসলাম ও চাচাতো ভাই নুরুল আফছার জানান, ঘটনার সময় আরিফ তার নিজ বাড়ী থেকে কন্ট্রাক্টর মসজিদ বাজারে তার দোকানে যাচ্ছিলেন। ছাগলনাইয়া থেকে ফেনীগামী দ্রুত গতির একটি বালু ভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আরিফ মারা যান। আরিফ ২ সন্তানের জনক।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতারে অভিযান চলছে।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ