বিএনএ, চট্টগ্রাম: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে দীর্ঘ ৬ বছর পর প্রথমবারের অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দ্বিতীয় পৌরসভা দোহাজারীর নির্বাচন। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মোহাম্মদ লোকমান হাকিম।
তিনি পেয়েছেন ১৯০৬৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান বেগ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২২৫৯ ভোট। অপর প্রার্থী জায়নুল আবেদিন মোমবাতি প্রতীকে পেয়েছে ১৯৭৯ ভোট।
ভোট গণনা শেষে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ লোকমান হাকিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এদিকে সকাল ৮টা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এসময় দেখা গেছে, তীব্র গরম উপেক্ষা করে উৎসাহ উদ্দীপনায় ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট শেষ হওয়ার পর পর্যন্ত পৌর এলাকার কোথাও কোনো অনিয়ম বা নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে ইভিএমে ভোগান্তি ছিল।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দোহাজারী পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৬৯৩ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮৯৩ জন।
কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে আব্দুল আজিজ (পাঞ্জাবী ), ২নং ওয়ার্ডে ওয়াহিদুল আলম (ডালিম), ৩নং ওয়ার্ডে মোহাম্মদ শাহ আলম (ব্লাকবোর্ড), ৪নং ওয়ার্ডে সাবের আহমেদ (গাজর), ৫নং ওয়ার্ডে মোহাম্মদ ইদ্রিস (টেবিল ল্যাম্প), ৬নং ওয়ার্ডে মোহাম্মদ নাছির উদ্দীন (টেবিল ল্যাম্প), ৭নং ওয়ার্ডে জামাল (ডালিম), ৮নং ওয়ার্ডে চিত্ত রঞ্জন বিশ্বাস (উট পাখি) ও ৯নং ওয়ার্ডে মোহাম্মদ নাজিম উদ্দীন (টেবিল ল্যাম্প)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হলেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডে মোছাম্মৎ আয়েশা আক্তার (আনারস), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মমতাজ বেগম (চশমা) এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা রাজু (চশমা)।
সুষ্ঠু নির্বাচন ও ফলাফল নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এমনকি কোথাও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। আমরা ইতিমধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছি। প্রার্থীরা তা মেনে নিয়েছেন।
বিএনএনিউজ/বাবর মুনাফ