28 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » পোশাক শ্রমিকরা নিবন্ধন ছাড়াই টিকা পাচ্ছেন

পোশাক শ্রমিকরা নিবন্ধন ছাড়াই টিকা পাচ্ছেন

পোশাক

বিএনএ, ঢাকা : সরকার পোশাক শ্রমিকদের করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিয়েছে। রোববার (১৮ জুলাই) চারটি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে। টিকা নিতে পোশাক শ্রমিকদের আগে থেকে নিবন্ধন করার প্রয়োজন নেই।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান। তিনি বলেন, শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতেই নিবন্ধন ছাড়াই টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে টিকাগ্রহণের সময় শ্রমিকদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে।

যে চার কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হবে সেগুলো হচ্ছে, গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালী। নামের একটি পোশাক তৈরি কারখানা।

এদিকে শনিবার গাজীপুরে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়াও ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ