16 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাতক্ষীরারায় ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

সাতক্ষীরারায় ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত


বিএনএ, সাতক্ষীরা : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মো. কুদ্দুস গাজী (৭১) নামে এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বাজারের কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত কুদ্দুস গাজী সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত রূপচাঁদ গাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কুদ্দুস গাজী সকাল সাড়ে আটটার দিকে বিনেরপোতা বাজারের কাছে রাস্তার ধারে ভ্যানের উপর বসে চা খাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ