24 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ

জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ

জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ

বিএনএ ডেস্ক: সিলেটে জোহরের নামাজের পর জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। হামলায় কোতোয়ালি থানার ওসিসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের দুইজনকে আটক করেছে।

পুলিশ জানায়, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজারস্থ আবু তুরাব জামে মসজিদ থেকে একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশ বাধা দেয়।

পুলিশের দাবি, মিছিলে বাধা দেয়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন।

পরে পুলিশ ধাওয়া করলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে জামায়াত- শিবিরের দুই নেতাকর্মীকে আটক করা হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ