20 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

বাসের ধাক্কা

বিএনএ,ঢাকা : রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় মোহাম্মদ লোকমান হোসেন শরীফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে জসিম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, নিহত ব্যক্তি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। এসময় ‘স্টার লাইন’ বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে উত্তরা জাহানারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে মহি উদ্দিন জানান, তার মামা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গ্রামের বাড়ি সদর চাঁদপুরে। তিনি উত্তরখান মাদারবাড়ি এলাকায় থাকতেন।

পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ