17 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় যুবকের মৃত্যু নিয়ে রহস্য

আনোয়ারায় যুবকের মৃত্যু নিয়ে রহস্য


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের একদিন পর মোহাম্মদ সাকিব (২২) নামে এক যুবকের মরদেহ বাড়ির পাশের বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। যুবকের মৃত্যু নিয়ে পুলিশ কোন মন্তব্য না করলেও পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই যুবকের সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল। যে মেয়ের সাথে সম্পর্ক ছিল  তার পরিবার বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করছে।

সোমবার রাত আটটার দিকে বরুমচড়া রাস্তার মাথা  এলাকার পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়নাল মাঝি বাড়ির দরফ আলীর ছেলে বলে জানা গেছে।

নিহতের বড় ভাই মো. ইয়াছিন জানান, সাকিব একটি পোশাক তৈরী কারখানায় চাকরি করতেন।  রবিবার রাত ৮টার দিকে ঘর থেকে বের হন সাকিব। ওই সময় তার মোবাইল ফোনটি ঘরে রেখে যান। আমরা মনে করছিলাম সে ডিউটিতে আছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে ঘটনার রহস্য জানা যাবে।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত