বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কোতোয়ালির একটি হোটেল থেকে জামায়াতের ৪৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মে) রাত ১১টার দিকে কোতোয়ালি থানাধীন টেরিবাজারের আল বায়ান হোটেল থেকে বিশেষ সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, টেরিবাজারের আল বায়ান হোটেল থেকে বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের ৪৯ জন নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের সভাপতিসহ বিভিন্ন পদের নেতারা আছেন। তারা সরকার বিরোধী নাশকতা পরিকল্পনায় একত্রিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি বিষয় তদন্ত সাপেক্ষে জানা যাবে।
বিএনএনিউজ/এইচ.এম।