26 C
আবহাওয়া
১:০৮ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ন্যাটোতে যোগ দিচ্ছে সুইডেন

ন্যাটোতে যোগ দিচ্ছে সুইডেন


বিএনএ, বিশ্বডেস্ক : ফিনল্যান্ডের পর এবার সুইডেনও ন্যাটোটে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটোতে যোগদানের বিষয়ে দীর্ঘসময়ের বিরোধিতা প্রত্যাহার করেছে দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি।

এর মধ্যে দিয়ে সুইডেন গত ২ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো সামরিক নিরপেক্ষতার অবস্থান থেকে তার সরে যাওয়ার পথ প্রশস্ত করেছে।

যদিও সুইডেনের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় রোববার রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার ঘোষণা দেন।

এরপরই সংবাদ সম্মেলনে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসনও কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়ার জন্য আবেদন করবেন বলে জানান।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে পশ্চিমা এ সামরিক জোটে যোগ দিচ্ছে তার দেশ।

এরআগে ন্যাটোতে যোগ দিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে দুই দেশকে- এমন হুমকি দেয় রাশিয়া।

অন্যদিকে ন্যাটো সদস্য তুরস্ক আপত্তি জানিয়ে বলেছে, ন্যাটোর সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ