22 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে অবরোধ

আনোয়ারায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে অবরোধ


বিএনএ, চট্টগ্রাম: আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরজাহান বেগম (৬৩) নামে এক বৃদ্ধা । এ ঘটনায় উত্তেজিত জনতা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুরজাহান পরৈকোড়া ইউনিয়নের খাসখামা এলাকার মো. শাহ আলমের স্ত্রী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আহত হন নুরজাহান বেগম। এরপর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী আহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

বিএনএনিউজ/ রেহানা/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ