বিএনএ, বিশ্বডেস্ক : কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো। কিউবার জাতীয় রাজনীতিতে কমিউনিস্ট পার্টির প্রধানের পদ হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর অবস্থান।
কিউবার কমিউনিস্ট পার্টির অষ্টম কংগ্রেসে শুক্রবার দেয়া বক্তৃতায় রাউল ক্যাস্ত্রো তার পদত্যাগের ঘোষণা দেন।
ক্যাস্ত্রো এসময় বলেন, তিনি বিশ্বাস করেন যে, তিনি তার দায়িত্ব পূর্ণ করেছেন এবং পিতৃভূমির ভবিষ্যৎ নিয়ে তিনি আস্থাশীল।
আশা করা হচ্ছে- আগামী ১৯ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। ওই দিন কংগ্রেসের বিদায়ী অধিবেশন অনুষ্ঠিত হবে। একইদিন কিউবার কমিউনিস্ট পার্টির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
৮৯ বছর বয়সী রাউল ক্যাস্ত্রো ২০১১ সালে কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হন। (পার্সটুডে)
বিএনএনিউজ/ এইচ.এম।