বিএনএ সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে ২ ভাটা শ্রমিক নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার(১৭ এপ্রিল) ভোরে উপজেলার শুভাষিনী এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মুন্না ও শফিকুল ইসলাম।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, পিকআপভ্যানে করে ভাটা শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। পথে তালা থানার শুভাষিনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি