33 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - মার্চ ১৭, ২০২৫
Bnanews24.com
Home » আজ শেখ মুজিবুর রহমানের জন্মদিন

আজ শেখ মুজিবুর রহমানের জন্মদিন

আজ শেখ মুজিবুর রহমানের জন্মদিন

বিএনএ ডেস্ক : আজ ১৭ মার্চ। শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। শেখ মুজিব বায়ান্নর ভাষা আন্দোলন, আটান্নর আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনবিরোধী সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব আন্দোলনের কারণে বারবার কারাগারেও যেতে হয় তাঁকে। তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

বাংলাদেশের স্বাধীনতা ও নিজস্ব মানচিত্র অর্জনের পথে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি সোচ্চার ছিলেন। ফলে রাজনৈতিক জীবনে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির বাসভবনে কতিপয় সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিব। শেখ মুজিব ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৬ সালে তিনি বাংলাদেশের মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন। ১৯৬৮ সালে তাঁকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থান ও জনগণের চাপের মুখে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে শেখ মুজিবসহ অন্যান্য আসামিকে মুক্তি দেয়। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন ও একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের মাধ্যমে তিনি অবিসংবাদিত নেতায় পরিণত হন।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ