33 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - মার্চ ১৭, ২০২৫
Bnanews24.com
Home » ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস

বিএনএ, ঢাকা : আজ সোমবার দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৭ মার্চ) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে,  রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামীকালও (মঙ্গলবার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা  ২৬ ডিগ্রি সেলসিয়াস।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ