33 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - মার্চ ১৭, ২০২৫
Bnanews24.com
Home » ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫৩

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫৩


বিএনএ, ডেস্ক :ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে পাঁচ শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়।

হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতেও হামলা চালাবে।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ