16 C
আবহাওয়া
৭:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জাতির পিতার জন্মবার্ষিকীতে স্বাস্থ্যমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতার জন্মবার্ষিকীতে স্বাস্থ্যমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতার জন্মবার্ষিকীতে স্বাস্থ্যমন্ত্রীর শ্রদ্ধা

বিএনএ, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নং রোডে জাতির পিতার স্মৃতিস্তম্ভ এবং শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী সকাল ৬ টায় প্রথমে ধানমণ্ডি ৩২ নং-এ, এবং সকাল ৮ টায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির পিতার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী এসময় স্মৃতিস্তম্ভের সামনে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার আত্মার প্রতি শান্তি কামনা করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে চিকিৎসাধীন রোগীদের সর্বশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, “সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন রোগীদের মধ্য থেকে এখনও পর্যন্ত ৫ জন রোগী মারা গেছেন। অন্যদের মধ্যে যাদের ৮০ শতাংশের বেশি দগ্ধ তারাও আশংকাজনক অবস্থায় আছেন। আমরা আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, তবে আশংকার বাইরে আমরা এখনো কাউকে রাখছি না। ভর্তিকৃতদের যা যা সেবা লাগে তা আমরা সবাইকেই সমান গুরুত্ব দিয়ে দিচ্ছি। এখানে একজন রোগীরও চিকিৎসা ক্ষেত্রে কোনরকম ত্রুটি রাখা হচ্ছে না। আমরা শেষ সময় পর্যন্ত আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে দগ্ধ রোগীদের সুস্থ করার চেষ্টা চালিয়ে যেতে থাকব।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানুসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকগণ এসময় উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ