21 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু


বিএনএ, বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার চাম্বলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল ইসলাম ডিম ও মুরগী ব্যবসায়ী ছিলেন।  তার পিতার নাম আবদুর রহমান।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চাম্বল বাজারে দোকান বন্ধ করে রাতে বাড়ি যাওয়ার ফেরার পথে চাম্বল উচ্চ বিদ্যালয়ের সামনে একদল ছিনতাইকারীর কবলে পড়েন নুরুল ইসলাম। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নগদ প্রায় ৩-৪ লাখ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাশঁখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর  বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ