বিএনএ, বান্দরবান : বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দিয়ে ওই কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। রোববার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। তিনি বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল সৌরভ দাশ ঢালীর (৩২) স্ত্রী বলে জানা গেছে। রুম্পার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।
পুলিশ জানায়, স্বামীসহ দুই শিশু সন্তানকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি। প্রতিদিনের মতো গতকাল রাতে খাবার খেয়ে স্বামী সৌরভ সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা আলাদা রুমে ঘুমাতে যান। আজ সকালে সৌরভ ঘুম থেকে উঠে রুম্পাকে ডাকাডাকি করেন। এতে সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন রুম্পার ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুম্পার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
বিএনএনিউজ/এইচ.এম।