17 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, ববি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের মোঃ রাকিবুল হাসান নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে ৷ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল বাতেন চৌধুরী ৷

জানা যায়, গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। রাকিবুল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী ৷ তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়৷ রাকিবুল সরকারি বিএল হাইস্কুল, সিরাজগঞ্জ থেকে এসএসসি এবং উল্লাপাড়া সাইন্স কলেজ থেকে এইচএসসি পাশ করে।

তার সহপাঠী সুত্রে জানা যায় , বরিশালে আসার পরে জ্বর হয়েছিলো রাকিবুলের। সে এখানে কোনো হাসপাতালে ভর্তি হয়নি। এমনি ফার্মেসি থেকে সাধারণ জ্বরের ঔষধ খেয়েছিল। অল্প কয়েকদিন আগে বরিশাল থেকে বাড়ি চলে যায় রাকিবুল।

তার আরেক সহপাঠী জানান, আমরা আজকে জুম্মার নামাজ পর রাকিবুলের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেছি।

রাকিবুলের এমন মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বিএনএ/ রবিউল ইসলাম,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ