29 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ১২ দিনপর বৃদ্ধা নারীর কবরের মৃতদেহ নির্মাণাধীন বিল্ডিংয়ে

১২ দিনপর বৃদ্ধা নারীর কবরের মৃতদেহ নির্মাণাধীন বিল্ডিংয়ে

মৃতদেহ

বিএনএ, গাইবান্ধা : ৯৫ বছর বয়সি এক নারীর কবর হতে মরদেহ উত্তোলন করে পরের নির্মানাধীন বিল্ডিংয়ে রেখে আসার ঘটনায়টি জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে ।

ঘটনাটি ঘটেছে ,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হাসানপাড়া গ্রামে মৃত তসির উদ্দিনের স্ত্রী ৯৫ বছর বয়সী নারী গত ৫ ফেব্রুয়ারী বার্ধক্য জনিত কারনে মারা গেলে তাকে দাফনের ১২ দিন পর কবরের মৃতদেহ এখন ভাতগ্রাম নিবাসী প্রবাসী এক ব্যক্তির নির্মাধীন বিল্ডিংয়ে থাকায় উৎসুক জনতা ভীড় করছে, ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। চলছে সর্বসাধারণ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মাঝে নানা জল্পনা কল্পনা।

প্রতক্ষ্যদর্শীরা জানায় , উক্ত নারী গত ৫ ফেব্রুয়ারি বার্ধক্য জনিত কারনে মারা যায়। এরপর ইসলাম শরিয়তের বিধান অনুযায়ী মৃতদেহ দাফন করেছে তার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী । এরপর ১২ দিন পর ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে সেই মৃতদেহ এখন এক হাজার গজ দুরে পার্শ্ববর্তী নির্মাধীন বিল্ডিং ঘরে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হতভম্ব হয়ে পড়ে। কাফনের কাপড় পড়নে নেই, চুল আধা ছেড়া প্রায় শরীরের অংশ ফাঁকা দেখা যায়। পরে স্থানীয়রা কাপড় দিয়ে মরদহে ডেকে রাখে ।

আত্মীয়রা আরো জানান, ইসলামের ধর্মীয় বিধান অনুসারে মৃতদেহ আবারো কবরে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে পরিবারের পক্ষ হতে। সাদুল্লাপুর থানার আওতাভুক্ত ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেন।

এবিষয়ে সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ জানান, এঘটনাটি কি কারণে ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখে জানা যাবে কি কারণে ঘটলো এমন ঘটনা না। তিনি আরো জানান, সরেজমিনে পুলিশের একটি টিম পরিদর্শন করেছেন।
বিএনএনিউজ/আশরাফুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ