20 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » যে কারণে শাহিদ-কারিনার বিচ্ছেদ

যে কারণে শাহিদ-কারিনার বিচ্ছেদ

কারিনা

বিনোদন ডেস্ক: সিনেপ্রেমীরা ধরেই নিয়েছিল রুপালী পর্দার জুটি শাহিদ কাপুর ও কারিনা কাপুর বাস্তবের জুটিতে পরিণত হবেন। তাদের প্রেম পূর্ণতা পাবে। কিন্তু দুই তারকার ভক্ত-অনুরাগীদের হতাশ করে দিয়ে প্রেমে বিচ্ছেদ ঘটে এ জুটির।

বিচ্ছেদের পর দুজনই নতুন বন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে যার যার সংসার নিয়ে ব্যস্ত এ দুই তারকা।

তবে কী কারণে শাহিদ-কারিনা জুটিতে ভাঙন ধরল? কেন তারা আলাদা হয়ে দুই মেরুর বাসিন্দা হয়েছেন এ নিয়ে প্রশ্ন সিনেপ্রেমীদের।

বলিমহলের গুঞ্জন, শাহিদ-কারিনার সম্পর্ক ভাঙনের পেছনে একাধিক কারণ রয়েছে। তবে এ সম্পর্ক ভাঙনে কারিনার বোন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের হাত রয়েছে। কারিশমার ‘উস্কানি’তেই শাহিদের ওপর থেকে মন ছুটে যায় কারিনার। কারিশমা তার ছোটবোনকে বুঝিয়েছিলেন, সালমান-শাহরুখদের মতো শাহিদ কাপুর বড় স্টার নন। হতেও পারবেন না। তাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই হবে।

অবশ্য এ খবর প্রকাশ্য যে, শাহিদের সঙ্গে কারিনার প্রেম কাপুর পরিবারের কেউ ভালোভাবে নেয়নি। কারণ তাদের পারিবারিক মর্যাদা এক ছিল না। এরপরও শাহিদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখেন কারিনা। কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি শুরু হয়। কারিনার জীবনে জড়িয়ে যান পতৌদি পরিবারের ছোটনবাব অভিনেতা সাইফ আলি খান। অন্যদিকে শাহিদ বিদ্যা বালানে মজেন।

বিএনএ নিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ