বিএনএ,চট্টগ্রাম : হাটহাজারীতে ট্রাক চাপায় সাথী আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সরকারহাট বাজারের পশ্চিমে সফর আলী সড়কের রেল লাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে। সাথী মির্জাপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের মেয়ে।
হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফয়সাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে দুই ভাই-বোন ছিল। বিপরীতে দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী সাথী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও নিহত তরুণীর ভাইকে অজ্ঞান অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএ/ ওজি