19 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

দুর্ঘটনা

বিএনএ, ঢাকা: রাজধানীর বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান (২৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা এ কে আব্দুল আমিন বলেন, আমার ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজির সঙ্গে তার ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতাল, সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ