19 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নেপালে প্লেন বিধ্বস্ত: ৬৯ জনের মরদেহ উদ্ধার

নেপালে প্লেন বিধ্বস্ত: ৬৯ জনের মরদেহ উদ্ধার

নেপালে প্লেন বিধ্বস্ত: ৬৯ জনের মরদেহ উদ্ধার

বিএনএ, বিশ্বডেস্ক : নেপালের পোখারায় প্লেন বিধ্বস্তের পর ঘটনাস্থল থেকে ৬৯ জনের মরদেহ উদ্ধার হলো। তবে এখনো নিখোঁজ রয়েছে আরও ৩ জন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) আরও একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি কর্তৃপক্ষ।নিশ্চিত করে ।

কাস্কি জেলার মুখ্য কর্মকর্তা টেক বাহাদুর কেসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবারও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। সোমবার উদ্ধারকারী টিম আরও একজনের মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য,কাঠমান্ডু থেকে দুই-ইঞ্জিন বিশিষ্ট এটিআর ৭২ প্লেনটি রোববার ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল । দেশটির প্রধান পর্যটন স্থান পোখারায় অবতরণের কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয় এটি। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জন।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কাঠমান্ডুতে মরদেহগুলো নিয়ে যাওয়ার জন্য পোখারায় পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত নিহত ৬৯ জনের মধ্যে ৪১ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, একজন অস্ট্রেলিয়ান, একজন আর্জেন্টিনার, দুজন কোরিয়ান এবং একজন ফরাসি ছিলেন।

এদিকে, এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার বিষয়গুলো পরীক্ষা করার দায়িত্বে যারা থাকেন তারা সমস্ত এটিআর-৪২ এবং এটিআর-৭২ প্লেন পরীক্ষা করেছেন। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে তারা জানায়, ‘পরীক্ষা-নিরীক্ষা করার সময় বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি।’

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ